ব্রাজিলের লুলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ভাইরাল, উত্তর দিলেন ফ্রান্সের ম্যাঁখো

ম্যাঁখো এবং লুলার ছবিগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি- এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৪ | ১২:১৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ | ১২:২৪
সম্প্রতি ব্রাজিলে তিনদিনের সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট লুলার সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি তোলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁখো। দ্রুত ভাইরাল হওয়া ছবিগুলোকে কেউ কেউ বিয়ের ছবির সঙ্গে তুলনা করতে থাকেন। এবার সেই হাস্যরসে যোগ দিয়েছেন ম্যাঁখো নিজেই। খবর- এএফপি
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) এর এক পোস্টে ম্যাঁখো লিখেছেন, ‘আমার ব্রাজিল সফরের ছবিগুলোকে কেউ কেউ বিয়ের ছবির সঙ্গে তুলনা করেছে। আমি বলি, ব্যাপারটা তাই। ফ্রান্স ব্রাজিলকে ভালোবাসে আর ব্রাজিল ফ্রান্সকে ভালোবাসে।’
এর পাশাপাশি লুলার সঙ্গে নিজের আরও একটি ছবি প্রকাশ করেন ম্যাঁখো। ছবিতে দেখা যায়, ২০১৬ সালের রোমান্টিক সিনেমা ‘লা লা ল্যান্ড’ এর একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে তারা।
ম্যাঁখোর টুইটের জবাবে ব্রাজিল ও ফ্রান্সের পতাকা এবং হার্ট ইমোজি দিয়ে পোস্ট করেন লুলা।
এ সপ্তাহে ম্যাঁখো এবং লুলার ছবিগুলো জনপ্রিয় হয়ে ওঠার পর অনেকেই তা নিয়ে টুইট করেন। এক টুইটে বলা হয়, ‘ওরা আমাজনে বিয়ে করবে আর প্যারিসে মধুচন্দ্রিমায় যাবে।’
ম্যাঁখোর এই সফরের উদ্দেশ্য হলো আমাজনের জঙ্গল নিয়ে বিলিয়ন ডলারের বিনিয়োগ। অতীতে ব্রাজিল ও ফ্রান্সের শীতল সম্পর্কে উষ্ণতা আনতে পারে এই সফর।