ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শিশু গুম ও হত্যার সন্দেহ, গণপিটুনিতে প্রাণ গেল মেক্সিকান নারীর

শিশু গুম ও হত্যার সন্দেহ, গণপিটুনিতে প্রাণ গেল মেক্সিকান নারীর

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, জনতা ওই নারীকে মারধর করছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে। সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪ | ১৬:০৮ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ | ১৬:১৮

মেক্সিকোয় আট বছর বয়সী এক কন্যাশিশুকে হত্যার সন্দেহে এক নারীকে পিটিয়ে মেরে ফেলেছে ক্ষুব্ধ জনতা। খবর- বিবিসি

টাক্সকো শহরে বুধবার নিখোঁজ হয় ক্যামিলা গোমেজ নামের ওই শিশু। এরপর বৃহস্পতিবার তার মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। পুলিশ জানায়, এ ঘটনায় এক নারী ও দুই পুরুষকে সন্দেহ করছে তারা। 

ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে ওই শহরের বিক্ষুব্ধ বাসিন্দারা। তাদের সাথে ক্যামিলার পরিবারের লোকজনও যোগ দেয়। এক পর্যায়ে তারা গাড়ি উল্টে দেন, রাস্তা আটকান, এবং পুলিশের গাড়ি  থেকে হত্যাকাণ্ডে সন্দেহভাজন এক নারী ও দুই পুরুষকে বের করে আনেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, জনতা ওই নারীকে মারধর করছে এবং পুলিশ পাশে দাঁড়িয়ে দেখছে। এতে নিহত হন ওই নারী। 
এএফপি জানিয়েছে, গণপিটুনিতে ওই নারীর মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে দেখছেন স্থানীয় আইনজীবীরা। 

শিশু মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতার হাতে সন্দেহভাজনের মৃত্যু মেক্সিকোয় নতুন নয়। ২০২২ সালে শিশু পাচারের সন্দেহে এক রাজনীতিবিদকে প্রায় ২০০ জন মিলে পিটিয়ে মেরে ফেলেন। এর আগে এ ধরনেরই গুজবে ২০১৮ সালে এক ব্যবসায়ীকে পুড়িয়ে মেরে ফেলে বিক্ষুব্ধ জনতা।

আরও পড়ুন

×