গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২

ছবি- এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ১২:০৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ | ১২:০৬
গাজার মাগাজি এবং ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে শিশুসহ অন্তত ১৮ জন। খবর- আল জাজিরা
মঙ্গলবার বিকেলে মধ্য গাজায় মাগাজি শরণার্থী শিবিরে নিহত হয়েছেন এগারো জন। ইসরায়েলের এই হামলার লক্ষ্য ছিলো ওই শিবিরের শিশুদের একটি খেলার মাঠ। এছাড়া আরও অনেকে আহত হয়েছে।
অন্যদিকে বুধবার সকালে গাজার দক্ষিণে রাফাহ এলাকায় ইয়াবনা শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সাতজন, এর মাঝে চারজনই শিশু।
গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছিলেন।
এসব হামলায় আহত ও নিহতদের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন অন্তত ৩৩,৮৪৩ ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৭৬,৫৭৫ জন।