‘ইরানের সঙ্গে উঁচু দরের জুয়া খেলছে ইসরায়েল’

ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৬:২৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৪ | ১৪:১৫
লেবাননে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত টম ফ্লেচার বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেছেন, পুরো বিষয়টি এখনও ‘বেশ ঝাপসা’ এবং ওই অঞ্চলের অনেকেই ‘সত্যিকারের ভয় থেকে জেগে উঠছে।’
তিনি বলেছেন, ‘এটি থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানের সঙ্গে জুয়া খেলা চালিয়ে যেতে চায়।’
ফ্লেচার আরও বলেছেন যে ওই অঞ্চলের কূটনীতিকরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, ‘সবাই এখন এই বিষয়টির তীব্রতা বা উত্তেজনা কমানোর উপায় খুঁজছেন।’
‘আমরা জানি না, এখন উত্তেজনা কতটা বৃদ্ধি পেয়েছে। তবে ইরান স্পষ্টতই ইঙ্গিত দিতে শুরু করেছে যে এটি খুব বড় কোনও বিষয় নয়। তারা এটিকে খাটো করে দেখছে। এবং, ইসরায়েল অবশ্য আরও নাটকীয় কোনও কর্মকাণ্ডকে বেছে নিতে পারতো,’ তিনি বলেন।
ফ্লেচার আরও বলেছেন যে ইসরায়েল ইরানকে ‘স্পষ্টভাবে বার্তা দিয়েছে’ যে তারা চাইলে যেকোনও জায়গায় হামলা করতে পারে এবং সেক্ষেত্রে পারমাণবিক স্থাপনাগুলোও এর বাইরে নয়। যদিও ইরান গত কয়েকদিন ধরে ‘পারমাণবিক স্থাপনাগুলোর ধারেকাছে না যাওয়ার’ বার্তা দেওয়ার চেষ্টা করছে।
‘এই সমস্ত কিছু মূল বিপদ হল, এখানে হিসেবের গড়মিল হলে অবশ্যই ঝুঁকি আছে,’ তিনি বলেন।
সূত্র: বিবিসি