কিম ‘বন্ধুসুলভ বাবা’

উত্তর কোরীয় নেতা কিম জং। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪ | ১৯:৫৩
উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রশংসা করে একটি নতুন গান প্রকাশ হয়েছে। গানটিতে তাঁকে ‘বন্ধুসুলভ বাবা’ ও ‘মহান নেতা’ বলে সম্বোধন করা হয়। গত বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে গানটির ভিডিও সংস্করণ প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা গেছে,– শিশু থেকে শুরু করে সেনাসদস্য, চিকিৎসাকর্মী থেকে শুরু করে উত্তর কোরিয়ার বিভিন্ন পেশার মানুষ সুর মেলাচ্ছেন। গানের সুরে তারা বলছেন, ‘চলো গাই, কিম জং উন এক মহান নেতা; চলো বলি, কিম জং উন একজন বন্ধুসুলভ বাবা।’
রাষ্ট্রীয় টেলিভিশনে গানটির একটি সরাসরি পরিবেশনাও দেখা যায়। ১০ হাজার আবাসনের একটি প্রকল্পের কাজ শেষ হওয়া উপলক্ষে গানটি পরিবেশন করা হয়, যা খোদ কিম জং উন দেখেছেন। গানটি নতুন প্রোপাগান্ডা বলে মনে করে পশ্চিমা দেশগুলো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে কিম পরিবার। ২০১১ সালে বাবা কিম জং ইল মারা যাওয়ার পর ২০১২ সালে ক্ষমতায় বসেন তিনি। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও একনায়ক। তাঁর বাবা কিম জং ইল ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন। কিম জং উনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও গণতন্ত্রকে পাত্তা না দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্র: রয়টার্স।
- বিষয় :
- কিম জং উন
- উত্তর কোরিয়া