ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা

ইরাকি টিকটক তারকা ওম ফাহাদকে গুলি করে হত্যা

ছবি: মিডল ইস্ট আই

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২১:৪৫

ইরাকের সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং টিকটক তারকা ওম ফাহাদকে বাগদাদে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাজধানীর পূর্বের জাইন এলাকায় এ হত্যাকাণ্ড হয়। খবর মিডল ইস্ট আইয়ের

প্রতিবেদনে বলা হয়, ফাহাদের আসল নাম গুফরান সাওয়াদি। হত্যাকাণ্ডের সময় তিনি তার গাড়িতে ছিলেন। মোটরসাইকেলে করে আসা একজন বন্দুকধারী তাকে গুলি করেন।

পপ গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও বানানোর জন্য পরিচিত ছিলেন ফাহাদ। সেখানে তার হাজার হাজার অনুসারী ছিল।

এর আগে, ফাহাদের ভিডিও ‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে’ অবমূল্যায়িত করার দায়ে গত বছর ইরাকের একটি আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল। 

আরও পড়ুন

×