ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু, দাবি ‘হত্যা’

ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু, দাবি ‘হত্যা’

আদনান আল বুরশ। ছবি: বিবিসি

সমকাল অনলাইন

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ০৮:৩৯ | আপডেট: ০৪ মে ২০২৪ | ১১:০৯

চার মাসেরও বেশি সময় আটক থাকার পর ইসরায়েলি কারাগারে একজন ফিলিস্তিনি চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি বন্দীদের নিয়ে কাজ করা গোষ্ঠীগুলো এ তথ্য জানিয়েছে। খবর: বিসিসি।

নিহত ওই চিকিৎসকেরে নাম আদনান আল বুরশ (৫০)। তিনি গাজার আল শিফা হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান ছিলেন। উত্তর গাজার আল আওদা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার সময় তিনি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। 

ইসরায়েলি জেল পরিষেবা একটি বিবৃতি চিকিৎসক আদনানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসক আদনান আল বুরশকে জাতীয় নিরাপত্তার কারণে আটক করা হয়েছিল এবং তিনি ওফার কারাগারে মারা গেছেন। মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না দিলেও ইসরায়েলি জেল পরিষেবা বলেছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ দিকে ফিলিস্তিনি বন্দী অ্যাডভোকেসি গ্রুপগুলো বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বলেছে, ডা. চিকিৎসক আদনান আল-বুরশ মৃত্যু হয়নি বরং তাকে ‘হত্যা’ করা হয়েছে। তার মরদেহ এখনও ইসরায়েলি হেফাজতে রয়েছে। 

গাজার সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র আল-শিফার পরিচালক ডা. মারওয়ান আবু সাদা বলেছেন, চিকিৎসক আদনানের মৃত্যুর সংবাদ সহ্য করা কঠিন ছিল। 

এদিকে পশ্চিম তীর এবং গাজায় মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ বলেন, ডা. আদনান আল-বুরশের মৃত্যুতে তিনি ‘অত্যন্ত উদ্বিগ্ন’ হয়েছিলেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য কূটনৈতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

×