ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভারতের লোকসভা নির্বাচন

আলোচনার তুঙ্গে ফ্ল্যাশ ড্রাইভ, যৌন নির্যাতনের ভিডিও ও নিখোঁজ এমপি

আলোচনার তুঙ্গে ফ্ল্যাশ ড্রাইভ, যৌন নির্যাতনের ভিডিও ও নিখোঁজ এমপি

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ২৩:০১

ভারতে যৌন নির্যাতনের এক মারাত্মক অভিযোগ নিয়ে বেজায় বিপাকে জনতা দল (জেডিএস) ও কর্ণাটক রাজ্যে তার জোটসঙ্গী বিজেপি। ওই অভিযোগে জেডিএস বহিষ্কার করেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রোজ্জ্বল রেভান্নাকে। তিনি কর্ণাটক রাজ্যের হাসন আসনের বর্তমান সংসদ সদস্য ও আগামী নির্বাচনে জেডিএসের প্রার্থী। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যে প্রোজ্জ্বলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। এখন আলোচনার তুঙ্গে রয়েছেন প্রোজ্জ্বল রেভান্না। 

৩৩ বছর বয়সী প্রোজ্জ্বলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় তিন হাজার নারীকে যৌন নির্যাতন করেছেন। নির্যাতনের ভিডিও তৈরি করে সেই নারীদের তিনি ব্ল্যাকমেল করতেন।

নির্বাচনের সময় সেসব নির্যাতনের ভিডিও গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এর পরেই কংগ্রেসশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গত শনিবার এই বিশেষ তদন্তকারী দল গঠন করেন। যৌন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রোজ্জ্বল দেশ ত্যাগ করেন। শোনা যাচ্ছে, তিনি জার্মানিতে চলে গেছেন।

যৌন নির্যাতনের অভিযোগে ছেলের সঙ্গে নাম জুড়ে গেছে তার বাবা সাবেক প্রধানমন্ত্রীর পুত্র এইচ ডি রেভান্নারও। রেভান্না ওই রাজ্যের হোলেনারসিপুরা কেন্দ্রের বিধায়ক। প্রোজ্জ্বলের বিরুদ্ধে যে নারী সম্প্রতি পুলিশের কাছে নির্যাতনের অভিযোগ করেছেন, তিনি রেভান্না পরিবারের রাঁধুনি। তার অভিযোগ, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রোজ্জ্বল তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। এমনকি তার কন্যার সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করেছেন।

ওই নারী প্রোজ্জ্বলের বাবা রেভান্নার বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনে বলেছেন, স্ত্রী বাড়ি না থাকলে তিনিও তাকে যৌন হেনস্তা করেছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রোজ্জ্বল। তিনি বলেছেন, প্রতিটি ভিডিওই নকল ও প্রযুক্তির কেরামতি করে তৈরি। কিন্তু সেই দাবি আদৌ আমল পাচ্ছে না স্রেফ বিপুল সংখ্যার জন্য। কর্ণাটকের এক বিজেপি নেতাই দাবি করেছেন, তার কাছে প্রোজ্জ্বলের কুকীর্তির প্রায় তিন হাজার ভিডিও আছে। পরিচারিকা, দলীয় কর্মী, চাকরিপ্রার্থী, অভিনেত্রী-অনেকেই প্রোজ্জ্বলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। সন্দেহ আরও ঘনীভূত হয়েছে ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই প্রোজ্জ্বলের দেশত্যাগের কারণে।

এই কেলেঙ্কারির অভিযোগে বিজেপিও জড়িয়ে পড়েছে। তারা এই ভিডিওগুলি সম্পর্কে জানত কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রোজ্জ্বলের সাবেক গাড়িচালক ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে ভিডিওগুলি ফাঁস করার কথা স্বীকার করেছেন। তাদের স্থানীয় নেতা হোলেনারসিপুরার সাবেক বিজেপি বিধায়ক দেবরাজ গৌড়ার হাতে প্রোজ্জ্বলের যৌন ভিডিওগুলো তুলে দিয়েছিলেন তারই  সাবেক গাড়িচালক কার্তিক। প্রোজ্জ্বলের বাবা জেডিএস প্রার্থী রেভান্নার কাছে ২০২৩ সালের বিধানসভা ভোটে হোলেনারসিপুরা আসনে হারতে হয়েছিল বিজেপি প্রার্থী দেবরাজ গৌড়াকে। দেবরাজ চাননি এবার প্রোজ্জ্বল ওই কেন্দ্রে প্রার্থী হন। রাজনৈতিক খবর, রাজ্যের বিজেপি নেতারাও প্রবল আপত্তি জানিয়েছিলেন। কিন্তু জেডিএস নেতা এইচ ডি দেবগৌড়া নাতির দাবি উপেক্ষা করতে পারেননি।

প্রোজ্জ্বলের সাবেক গাড়িচালক কার্তিক এক ভিডিও বার্তায় বলেছেন, নির্যাতিত নারীরা যাতে সুবিচার পান, সে জন্যই তিনি ওই সব ভিডিওর পেনড্রাইভ বিজেপি নেতা দেবরাজ গৌড়ার হাতে তুলে দিয়েছিলেন। কংগ্রেসের কোনো নেতার হাতে দেননি। কেন তিনি এ কাজ করলেন, জানতে চাওয়া হলে কার্তিক বলেন, রেভান্না পরিবার তার কিছু জমি জবরদস্তি করে কেড়ে নিয়েছিল। দেবরাজের কাছে তাই তিনি সুবিচারের আশায় গিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা 

আরও পড়ুন

×