ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আদানির সঙ্গে ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করল শ্রীলঙ্কা

আদানির সঙ্গে ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ১৭:১১ | আপডেট: ০৮ মে ২০২৪ | ১৬:৫৩

ভারতের আদানি গ্রুপের অঙ্গসংস্থা আদানি গ্রিন এনার্জির সঙ্গে প্রতিষ্ঠানটির তৈরি দুটি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি ২০ বছরের বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভা থেকে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চুক্তি অনুযায়ী, গ্রিন এনার্জি লিমিটেডকে প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৮ দশমিক ২৬ সেন্ট পরিশোধ করবে শ্রীলঙ্কা। খবর এনডিটিভি।

আদানি গ্রুপের এক কর্মকর্তা জানিয়েছেন, আশা করি, আগামী দুই বছরের মধ্যে জাতীয় গ্রিডে সেখানকার বিদ্যুৎ যোগ হবে।

গত বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিনে বায়ুবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নে ৪৪২ মিলিয়ন ডলার বিনিয়োগ করার মাধ্যমে ৪৮৪ মেগাওয়াট বায়ু শক্তি প্ল্যান্ট নির্মাণ করার অনুমোদন পায় আদানি গ্রুপ

ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বে পরিচালিত আদানি গ্রুপ কলম্বোতে অবস্থিত শ্রীলঙ্কার বৃহত্তম বন্দরে ৭০০ মিলিয়ন ডলারের টার্মিনাল প্রকল্প তৈরিতেও জড়িত।

২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময় শ্রীলঙ্কায় তীব্র বিদ্যুৎ সংকট ও জ্বালানি ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি কাটিয়ে উঠতেই দেশটি দ্রুত নবায়নযোগ্য শক্তি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে।

আরও পড়ুন

×