গাজায় আগ্রাসন
আরেক গণকবরে ৪৯ মরদেহ, মাথাবিহীন লাশ

আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৪ | ২২:৪৫
গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান মিলেছে। গণকবরটি থেকে এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের পরিচালক মোতাসেম সালাহ বলেছেন, ‘গণকবর থেকে পাওয়া মৃতদেহগুলোর মধ্যে কিছু মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে, আবার কিছু মরদেহ মাথা ছাড়াই পাওয়া গেছে। দুঃখজনকভাবে মৃতদেহগুলো খুঁজে পেতে আমাদের কয়েক সপ্তাহ লেগেছে। আল-শিফা থেকে এখনও লাশের দুর্গন্ধ বের হচ্ছে।’
এখন পর্যন্ত গাজায় সাতটি গণকবর উন্মোচিত হয়েছে। এসব কবরে ৫২০টি মৃতদেহ পাওয়া গেছে। এসব মানুষকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে।
যুদ্ধবিরতি নিয়ে হামাস সাফ জানিয়ে দিয়েছে, এ বিষয়ে আলোচনায় ইসরায়েলকে আর ছাড় দেওয়া হবে না। যদিও কায়রোতে এখনও আলোচনা চলছে। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত আল-রেশিক বিবৃতিতে বলেছেন, গত সোমবার গৃহীত যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবে না হামাস। এ চুক্তির আলোকে গাজায় থাকা কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি এবং বিপরীতে ইসরায়েলে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে।
তিনি বলেন, ইসরায়েল কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে খুব একটা আগ্রহী নয়। তারা রাফাহতে আক্রমণ ও ক্রসিং দখল করার জন্য আলোচনাকে আবরণ হিসেবে ব্যবহার করছে।
- বিষয় :
- গাজায় হামলা
- ইসরায়েলি আগ্রাসন
- গণকবর