ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হাজার বছর পর পানি পেলো রোমের প্রাচীন স্নানাগার

হাজার বছর পর পানি পেলো রোমের প্রাচীন স্নানাগার

ছবি: ডয়েচে ভেলে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৮:০৫ | আপডেট: ১১ মে ২০২৪ | ১৮:২৩

২১৬ খ্রিষ্টাব্দে তৈরি রোমের কারাকালা স্নানাগারটিতে গত এক হাজারেরও বেশি বছর ধরে কোনো পানি ছিল না। কর্তৃপক্ষের উদ্যোগে স্নানাগারটি আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

প্রাচীন রোমের স্নানাগার
কারাকালা স্নানাগার প্রাচীন রোমের দ্বিতীয় বৃহৎ স্নানাগার ছিল। ২১২ খ্রিষ্টাব্দে জনসাধারণের জন্য উন্মুক্ত থার্মাল এই স্নানাগারটির কাজ শুরু করেন সম্রাট সেপটিমিউস। চার বছর ধরে চলে এর নির্মাণ। সম্রাট কারাকালা এটি উন্মুক্ত করেন জনসাধারণের জন্য।

‘আয়না’
এক হাজারেরও বেশি সময় এই পুলে কোনো পানি ছিল না। কর্তৃপক্ষ প্রাচীন এই দেয়ালগুলোকে ঘিরে ঠিক আগের মতো একটি পুল তৈরির প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের নাম স্পেকিও, ইটালিয়ান ভাষায় যার অর্থ আয়না।

ব্যালে নৃত্যে স্বাগত
অবশেষে এপ্রিল মাসে পুলে পানি আসে। সে উপলক্ষ্যে ব্যালে নৃত্যের আয়োজন করা হয়। স্বাগত জানানো হয় প্রাচীন সমাজ ও সংস্কৃতিকে।

স্পেকিওর পরিমাপ
স্পেকিও পুলটির দৈর্ঘ্য ৪২ মিটার ও প্রস্থ ৩২ মিটার। এটি ১০ সেন্টিমিটার গভীর। প্রাচীন রোমান সমাজের গোসলখানাগুলোর আদলেই তৈরি করা হবে এটি। তবে এর ভেতর ওয়াটার জেট ও লাইটিং ইফেক্ট থাকবে।

প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ
রোমের সংস্কৃতি অধিদপ্তর প্রাচীন সংস্কৃতিকে ঠিক আগের মতো করে সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসেবেই এই স্নানাগার সংস্কারের উদ্যোগ।

এই গ্রীষ্মে কারাকালা
এবার বসন্ত ও গ্রীষ্ম জুড়ে কারাকালার স্নানাগারে নাচ, থিয়েটার ও ক্ল্যাসিকাল সঙ্গীতের বেশ কিছু পারফরম্যান্স অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×