ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কিরগিজস্তানে হামলা

আরও ৫৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনবে পাকিস্তান

আরও ৫৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনবে পাকিস্তান

ছবি: ডন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৪ | ১৬:২৮ | আপডেট: ১৯ মে ২০২৪ | ১৬:২৯

কিরগিজস্তানে মিসরের কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় কয়েকজন ব্যক্তির সংঘর্ষের জেরে বিদেশিদের ওপর হামলা শুরু করেছে স্থানীয়রা। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি শিক্ষার্থীরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার পর ১৩০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। আজ রোববার আরও ৫৪০ জন শিক্ষার্থীকে তিনটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনবে বলে জানিয়েছে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। খবর ডনের 

লাহোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, গতকাল প্রায় ১৩০ জন শিক্ষার্থীকে বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দেশে আনা হয়েছে। আজ তিনটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আরও ৫৪০ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনা হবে। এনিয়ে মোট ৬৭০ জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে আনা হবে। 

এদিকে কিরগিজস্তানে নিরাপত্তাহীনতা আর অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের অন্তত ৮০০ মেডিকেল শিক্ষার্থীর।

বাংলাদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ মে বিশকেক শহরে স্থানীয় দু–তিনজন বাসিন্দার সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিসরীয় কয়েকজনের সংঘর্ষ হয়। এরপর ১৬ মে রাত থেকে বিশকেক শহরে থাকা বিদেশিদের ওপর হামলা শুরু করেন স্থানীয় লোকজন। সেখানে থাকা বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তারা ঢুকে পড়েছেন। দেশটিতে পড়তে যাওয়া নারীদের ওপরও নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শহরজুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। তবে উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এ ছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।

এদিকে এ ঘটনার পর বিশকেকে অবস্থান করা পাকিস্তানি নাগরিকদের ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি বিমানবন্দরে অবতরণ করেছে।

আরও পড়ুন

×