এমপি আজীম হত্যা: জিহাদের পক্ষে আদালতে দাঁড়ালেন না কোনো আইনজীবী

জিহাদ হাওলাদার
শুভজিৎ পুততুন্ড,কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৪ | ১৮:১১
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় অভিযুক্ত জিহাদ হাওলাদারের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি।
জিহাদ হাওলাদারকে আজ শুক্রবার বারাসত আদালতে তোলা হয়। তবে তার পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী।
বাংলাদেশের সঙ্গে মৈত্রী সম্পর্ক এবং সংসদ সদস্য হত্যাকাণ্ডের নৃশংসতার কথা বিবেচনা করে অপরাধীর পক্ষে আইনজীবীদের কেউ আদালতে তার পাশে দাঁড়াননি।
সিআইডি তাকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় আদালতে। আদালত ১২ দিন হেফাজতে নেওয়ার আদেশ দেন।
জিহাদ হাওলাদারকে (২৪) বৃহস্পতিবার গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। তাকে জেরা করে কিছু তথ্য উদ্ধার করা হয়েছে।
- বিষয় :
- আজীম এমপি