আসামে বন্যায় নিহত ১৫

ছবি: দ্য হিমালিয়ান টাইমস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪ | ১৯:৫৩
ভারতের আসামে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ঝড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার শুরু হওয়া বৈরী আবহাওয়ার কারণে রাজ্যটির ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজ আসামের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
তারা বলেছেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রাজ্যটির কয়েকটি নদীর পানি বেড়েছে। ফলে অনেক স্থান থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর দ্য হিন্দুর
রাজ্যের কপালী, বরাক ও কুশিয়ারা নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কয়েক দিন ধরে চলা বন্যায় হাইলাকাদি হাউজে, মরিগাঁও, করিমগঞ্জ, নগাঁও, কেছের, ডিব্রুগড়, গোলাঘাট, কার্বি গাগেলং ওয়েস্ট এবং ডিমা হাসাও জেলায় সাকল্যে ৬ লাখ ১ হাজার ৬৪২ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।