মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
দিল্লির ৪ পুলিশ কর্মকর্তাকে মার্কিন নিষেধাজ্ঞার আহ্বান

ছবি: দ্য ওয়্যার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৬:৫১ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১৬:৫২
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দিল্লির চার সিনিয়র পুলিশ কর্মকর্তাকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে গ্লোবাল জার্নালিজম ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এবং যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুয়ের্নিকা ৩৭ চেম্বার্স। এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিউজক্লিকের সাংবাদিকদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এ নিষেধাজ্ঞার দাবি জানায় তারা।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের কাছে একই দাবি জানিয়েছিল সংগঠন দুটি। খবর দ্য ওয়্যারের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএসএফ এবং গুয়ের্নিকা ৩৭ চেম্বার্স জানায়, ভারতে সাংবাদিকদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ায় দিল্লি পুলিশের বিশেষ সেলের চার কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ট্রেজারি বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে।
২০২৩ সালের আগস্টে নিউইয়র্ক টাইমস ভারতীয় সংবাদ মাধ্যম নিউজক্লিক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করার পর ইউএপিএ ধারায় নিউজক্লিক এবং তার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশের বিশেষ সেল। বিভিন্ন চীনা সংস্থার থেকে টাকা নিয়ে দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নষ্ট করার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
তবে নিউজক্লিক এবং তার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ তাদের বিরুদ্ধে উঠা এ অভিযোগ অস্বীকার করেন।
গত বছর ৩ অক্টোবর নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং মানবসম্পদ উন্নয়ন বিভাগের কর্তা অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের বিশেষ সেল। পাশাপাশি সংবাদমাধ্যমটির সঙ্গে যুক্ত একাধিক সাংবাদিক, চিত্র সাংবাদিক, ফ্রিল্যান্সার এমনকি কার্টুনিস্টের বাড়িতেও হানা দেয় তারা। বাজেয়াপ্ত করা হয় তাদের মোবাইল ও ল্যাপটপও।
প্রতিবেদনে বলা হয়, দিল্লি পুলিশের বিশেষ সেল সারাদেশে ৮৮টি স্থানে অভিযান চালিয়ে নিউজক্লিকের সঙ্গে যুক্ত ৮০ জন সংবাদকর্মীর কাছ থেকে প্রায় ৩০০ ইলেকট্রনিক গ্যাজেট বাজেয়াপ্ত করে।
দিল্লি পুলিশের ওই চার সিনিয়র কর্মকর্তার নাম প্রকাশ না করলেও এক বিবৃতিতে ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’ জানিয়েছে, ওই চার কর্মকর্তা তাদের ইচ্ছে মতো সাংবাদিকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।
- বিষয় :
- দিল্লি
- পুলিশ
- মার্কিন নিষেধাজ্ঞা