ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক সালি বাজবি

ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক সালি বাজবি

ছবি: ডেইলি মেইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ১৮:০৮ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ১৮:৪০

পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের প্রথম নারী নির্বাহী সম্পাদক সালি বাজবি। তিন বছর দায়িত্বে থাকার পর হঠাৎ পদত্যাগ করলেন তিনি। রোববার এ ঘোষণা দিয়েছেন পত্রিকাটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইলিয়াম লুইস। নিউইয়র্ক পোস্টের খবর।

ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় প্রেরিত ইমেইলে কর্মীদের কাছে সালির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন লুইস। 

জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন লুইস। ঠিক এর কয়েক মাস পর সালির হঠাৎ পদত্যাগের খবরটি এলো। 

ওয়াশিংটন পোস্টের আগে, ২০১৭ সালের শুরু থেকে অ্যাসোসিয়েটেড প্রেস এপির নির্বাহী সম্পাদক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সালি। ২০১৯ সালে তার নেতৃত্বে ইয়েমেনের যুদ্ধে নৃশংসতার বিশদ তদন্ত বিষয়ক আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিল এপি।

আরও পড়ুন

×