রাহুলকে নিয়ে আবেগঘন পোস্ট প্রিয়াঙ্কার

ছবি-সংগৃহীত
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৪ | ২১:৪৯
এবারের লোকসভা নির্বাচনে একপ্রকার পুনর্জন্ম হয়েছে কংগ্রেসের, একই সঙ্গে ‘পাপ্পু’ নামের কলঙ্ক ঘুচিয়ে জাতীয় নির্ভরযোগ্য নেতা হিসেবে উত্থান হয়েছে রাহুল গান্ধীর। আর এমন অবস্থায় ভাই রাহুল গান্ধীর সমর্থনে নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন পোস্ট করলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী।
নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, ‘যে যাই বলুক না কেন নিজের জায়গায় স্থির ছিলে। সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি। মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছ। রাগ এবং ঘৃণাকে কখনও নিজের মধ্যে স্থান দাওনি। ভালবাসা, সত্যি এবং দয়া দিয়ে সকলের মন জয় করে নিয়েছ। তোমার বোন হিসাবে আমি গর্বিত।’
প্রসঙ্গত, কংগ্রেস সেনাপতি রাহুল গান্ধীর হার না মানা লড়াইয়ের ফলেই কংগ্রেস দেশব্যাপী যেমন ৯৯ টি আসনে জয়লাভ করেছে। একই সঙ্গে শরিক দল গুলোর মধ্যে জয় লাভের জন্য নিয়মিত অক্সিজেন যুগিয়েছেন রাহুল। ২০১৯ লোকসভা ভোটে যেখানে ৫২ টি আসন পেয়েছিল কংগ্রেস। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দল। চাঙ্গা হয়েছে কর্মীদের মনোভাবে। এ নির্বাচনে ইন্ডিয়া জোট ২৩২টি আসনে জয়লাভ করেছে।
- বিষয় :
- রাহুল গান্ধী
- প্রিয়াঙ্কা