ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার সংসদ মাতাবেন তৃণমূলের নারী সদস্যরা

এবার সংসদ মাতাবেন তৃণমূলের নারী সদস্যরা

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৪ | ০০:২৩

ভারতের লোকসভা নির্বাচনে জয়-পরাজয় পর্ব শেষে নির্ধারিত হয়েছে জনপ্রতিনিধিদের ভাগ্য। এ নিয়ে সামনে আসছে একাধিক পরিসংখ্যান। তবে এবারের লোকসভা ভোটে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যায় চমক দেখা গেছে। এর মধ্যে তৃণমূলের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৩৮ শতাংশই নারী। 

পরিসংখ্যান অনুযায়ী, এবারের ভোটে গোটা ভারতে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৭৪ জনই নারী। যদিও এই সংখ্যাটি ২০১৯ সালের তুলনায় কিছু কম। ২০১৯ সালে নির্বাচিত নারী সংসদ সদস্যদের সংখ্যা ছিল ৭৮। তবে ২০২৪ সালের নিরিখে লোকসভায় নির্বাচিত নারী সংসদ সদস্যদের অঙ্কে চমকপ্রদ পরিসংখ্যান সামনে এনেছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, এবারের ভোটে ৬৯ নারী প্রার্থীকে দাঁড় করায় বিজেপি। যাদের মধ্যে জয়ী হয়েছেন ৩০ জন। সংখ্যার বিচারে এর হার ৪৩ দশমিক ৪ শতাংশ। ২০১৯ সালে ৫৬ নারী প্রার্থী দিয়ে সংসদে ৪১ জনকে পেয়েছিল বিজেপি। ফলে সেবারের পরিসংখ্যানটা ছিল ৭৩ দশমিক ২ শতাংশের। এদিকে এবার তৃণমূলের ১২ নারী প্রার্থীর মধ্যে ১১ জনই জয়ী হয়েছেন। আর এই ১১ নারী সদস্য নিয়েই দিল্লির সংসদ ভবনে দাপট দেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, তৃণমূলের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৩৮ শতাংশই নারী। ২০১৯ সালে তৃণমূল থেকে জয়ী হন ৯ জন নারী। এবার তা ১১, যা গোটা ভারতের মধ্যে একটি বড় দৃষ্টান্ত। অন্যদিকে, কংগ্রেসের ৪১ নারী প্রার্থীর মধ্যে ১৩ জন নির্বাচিত হয়েছেন এবার। এর আগে ২০১৯ সালে ৫২ নারী প্রার্থীর মধ্যে জিতেছিলেন ছয়জন। ২০২৪ সালের মোট পরিসংখ্যান অনুযায়ী, এবারের ভোটে লড়েছেন ৭৯৭ নারী প্রার্থী। সেখানে জিতেছেন ৭৪ জন।  এর আগে ২০১৯ সালে জিতেছিলেন ৭৮ জন। তার আগে ২০১৪ সালে তথা ১৬তম লোকসভায় নারী সদস্য ছিলেন ৬৪ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও পড়ুন

×