ভারতে স্পিকার নির্বাচনের নির্দেশনা রাষ্ট্রপতির

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৪ | ২২:০৮
ভারতের লোকসভা নির্বাচনে এবার এককভাবে ২৪০টি আসন পেয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। যা দিয়ে আগের মতো এককভাবে সরকার গঠন করতে পারেনি তাঁর দল। তবে শরিক দলগুলোর ৫৩টি আসন যোগ হওয়ায় ভারতে এবার গড়ে উঠেছে এনডিএ সরকার। তবে মোদির নেতৃত্বে জোট সরকার গঠিত হলেও এখন পর্যন্ত স্পিকার নির্বাচিত হয়নি।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার ১৮তম লোকসভার স্পিকার ঠিক করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে আগামী ২৬ জুনের মধ্যে লোকসভার স্পিকার নির্বাচন করতে বলেছেন তিনি। আর এটা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় রাজনীতির সর্বত্র। আগামী ২২ জুলাই থেকে ভারতের সংসদে শুরু হতে চলেছে বর্ষাকালীন অধিবেশন।
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ২২ জুলাই থেকে বর্ষাকালীন অধিবেশন শুরু হয়ে সেটা চলতে পারে ৯ আগস্ট পর্যন্ত। এই অধিবেশন চলাকালেই ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এনডিএ সরকার। তবে লোকসভার স্পিকারের বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। এ পর্যন্ত ওম বিড়লাই মোদি সরকারের নির্বাচিত লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কোটা আসন থেকে জয়ী হন তিনি। তাই ওম বিড়লাই স্পিকার হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। যদিও চন্দ্রবাবু নাইডুর দলের পক্ষ থেকে এই পদটি দাবি করা হয়েছে। এর ফলেই একটা দড়ি টানাটানির পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে, ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আরেক নেতা বিজেপির কড়া সমালোচনা করলেন। ইন্দ্রেস কুমার নামে ওই নেতা বৃহস্পতিবার ক্ষমতাসীন বিজেপিকে ‘উদ্ধত’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, তিনি বিরোধী ইন্ডিয়া জোটকে ‘রামবিরোধী’ বলে উল্লেখ করেছেন।
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের কাছে কানোটায় ‘রামরথ অযোধ্যা যাত্রা দর্শন পুজান সমারোহ’ অনুষ্ঠানে আরএসএসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইন্দ্রেস বিজেপির নাম সরাসরি উল্লেখ না করে বলেন, এবারের নির্বাচনে তাদের আচরণের প্রতিফলন দেখা গেছে।
ইন্দ্রেস বলেন, যে দল ভক্তি দেখায়, কিন্তু কাজেকর্মে উদ্ধত হয়ে ওঠে, তারা ২৪০ আসনেই থেমে যায়। তবে এর পরও তারা সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়েছে। একই সঙ্গে ইন্ডিয়া জোটের দিকে ইঙ্গিত করে আরএসএসের এই নেতা বলেন, ‘রামের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা ২৩৪ আসনে থেমে গেছে।’ খবর এনডিটিভির
- বিষয় :
- ভারত
- লোকসভা নির্বাচন