যে কোনো সময় পতন ঘটবে মোদির: মল্লিকার্জুন খাড়গে
মন্ত্রিসভার ২৮ জনের বিরুদ্ধেই আছে মামলা

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ফাইল ছবি
কলকাতা প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৪ | ২০:৪৬
ভুল করে ভারতে এনডিএ সরকার গঠিত হয়েছে। যে কোনো সময়ে এ সরকারের পতন ঘটবে। সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এ সরকার গঠন করা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার বেঙ্গালুরুতে এসব কথা বলেছেন। লোকসভা নির্বাচনে ভারতীয় ভোটদাতারা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে রায় দেননি বলেও দাবি করেন তিনি।
খাড়গে বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাব। দেশের মানুষের হয়ে কথা বলবে ইন্ডিয়া জোট। দেশকে শক্তিশালী করার জন্য সব ধরনের সাহায্য করা হবে।’
এক সাক্ষাৎকারে মল্লিকার্জুন দেশটির কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, এটি একটি সংখ্যালঘু সরকার। ভুল করে গঠিত হয়েছে। এখানে মোদির কোনো ম্যান্ডেট নেই। যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে। তবে আমরা চাই, তারা অব্যাহত থাকুক। দেশের মঙ্গলের জন্য কাজ করুক।’ দেশকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেন খাড়গে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাস খারাপ। তিনি কোনো কিছু ভালোভাবে চলতে দেন না।
কয়েক দিন ধরে সরকার গঠনের পর মিত্রদের ধরে রাখার জন্য সংগ্রাম করছে মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এ নিয়ে নানা জল্পনা চলছে ভারতে। মিত্রদের মধ্যে অনেকে ব্যাপক সমালোচনা করছেন। এর পরেই খাড়গে এমন মন্তব্য করলেন। এর আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দাবি তোলেন। এ সরকার আগের দুই দফার সরকারের চেয়ে অনেক দুর্বল হবে বলে রাজনৈতিক ভাষ্যকাররা মন্তব্য করেন।
খাড়গের এ মন্তব্যের দ্রুত জবাব দিয়েছেন এনডিএ নেতারা। জেডিইউ-এর নেতা কংগ্রেস যখন জোট সরকার গঠন করেছিল, তখনকার প্রধানমন্ত্রীদের স্কোরকার্ড দেখতে মল্লিকার্জুনের প্রতি আহ্বান জানান। এ বছর বিজেপি যে সংখ্যক আসনে জয় পেয়েছে, সেই একই সংখ্যক আসনে ১৯৯১ সালে লোকসভায় জিতেছিল কংগ্রেস। তখন পিভি নরসীমা রাওয়ার অধীনে একই রকম সরকার গঠন করেছিল কংগ্রেস।
এদিকে ভারতে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ জোটের নতুন সরকারের মন্ত্রিসভার ৭২ সদস্যের মধ্যে ২৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া দুই প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের এক যৌথ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
- বিষয় :
- ভারত
- নরেন্দ্র মোদি
- বিজেপি
- কংগ্রেস