ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির ছাগল বিক্রি, বিক্রেতা গ্রেপ্তার

প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির ছাগল বিক্রি, বিক্রেতা গ্রেপ্তার

ছাগল। ছবি: প্রতীকী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪ | ১১:৪৭

পাকিস্তানে প্লাস্টিকের দাঁত লাগিয়ে কোরবানির ছাগল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার দেশটির করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকা এ ঘটনা ঘটে। খবর এআরওয়াই নিউজ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ছাগলের মুখ থেকে এক ক্রেতা প্লাস্টিকের দাঁত বের করছেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা সাতটি ছাগল জব্দ করা হয়। গ্রেপ্তার বিক্রেতা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু বিক্রি করতে হায়দ্রাবাদ ও করাচিতে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করেছেন।

আরও পড়ুন

×