ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আদালতে কোনো কথাই বললেন না কেজরিওয়াল

আদালতে কোনো কথাই বললেন না কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১৬:৫০ | আপডেট: ১৯ জুন ২০২৪ | ২২:১৮

দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়নি। বুধবার তাঁর বিচার বিভাগীয় হেফাজত ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লি আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে সেদিন। আবগারি নীতি মামলায় ভারতের জাতীয় নির্বাচনের আগে থেকে কারাগারে রয়েছেন বিরোধী এই নেতা। খবর হিন্দুস্তান টাইমসের।  

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করানো হয় কেজরিওয়ালকে। তবে তিনি আদালতে কোনো বক্তব্য দেননি। বিচারককে কেজরিওয়াল জানান, তাঁর পক্ষে আইনজীবীই বক্তব্য দেবেন। 

এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে আদালতের কাছে কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়। ইডি আদালতকে জানায়, আবগারী দুর্নীতি মামলার তদন্তের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ইডির এই বক্তব্যের বিরোধিতা করেন তাঁর আইনজীবী। দুই পক্ষের বক্তব্য শোনার পর কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ায় আদালত। ৩ জুলাই পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে কেজরিকে।  

২১ মার্চ গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। এরপর ১০ মে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। নির্বাচনী প্রচার শেষ করে গত ২ জুন ফের তিহার জেলে যেতে হয়েছিল তাঁকে। এরপর ১৯ জুন পর্যন্ত কেজরির জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল। 

কেজরিওয়ালের প্রতিনিধিত্বকারী জৈন আদালতের আদেশের পরে বলেন, ‘আমরা বিচার বিভাগীয় রিমান্ডে আপত্তি করছি। ইতিমধ্যে গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন।’

আরও পড়ুন

×