ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একে অপরকে যেসব উপহার দিলেন কিম-পুতিন

একে অপরকে যেসব উপহার দিলেন কিম-পুতিন

ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৪ | ০৫:২৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন। এই রাষ্ট্রীয় সফরে মিত্র দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের জন্য উপহার নিতে ভোলেননি রুশ প্রেসিডেন্ট। কিমকে রাশিয়ার তৈরি বিলাসবহুল অরাস লিমোজিন গাড়ি, চা কাপ সেট এমনকিছুরিও উপহার দিয়েছেন তিনি।

দুই নেতাকে গাড়িতে বসে ছবিও তুলতে দেখা গেছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও কিমকে একটি অরাস লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন।

কিম জং-উন গাড়িপ্রিয় বলে ধারণা করা হয়। তার সংগ্রহে আছে বিদেশি বিলাসবহুল অনেক গাড়ি। তবে এবার তিনি কোন মডেলের অরাস গাড়ি পেয়েছেন তা পরিষ্কার জানা যায়নি।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ভাল বেশকিছু উপহার দিয়েছেন পুতিনকেও। তার মধ্যে আছে শিল্পকর্ম। এগুলো প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বানানো ছবি। তার মধ্যে আছে প্রতিকৃতিও।

দুই দেশের নেতার সখ্যের এই বহিঃপ্রকাশ এমন সময়ে ঘটছে যখন উত্তর কোরিয়া এবং রাশিয়া উভয়ই আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি কয়েক বছরে দুই দেশের মধ্যে সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়েছে। বিশেষ করে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ শুরু করার পর।

আরও পড়ুন

×