ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ০৭:১৬

কারাবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার হয়ত তিনি জেল থেকে বের হয়ে আসবেন তিনি। কারণ আদালতের দেওয়া জামিনের আদেশটি প্রথমে কারাগারে পৌঁছাতে হবে।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তার বিরুদ্ধে আবগারি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার মতো কোনো প্রমাণ পায়নি বলে দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবী।

গত ২১ মার্চ আম আদমি পার্টির (এএপি) প্রধান নেতাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন চমকপ্রদ ঘটনা দেখা যায়।

২০২১ সালে দিল্লির সরকার একটি আবগারি নীতি গ্রহণ করে। এরমাধ্যমে শহরটিতে মদ বিক্রি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়। তবে পরবর্তীতে অভিযোগ উঠে এই নীতি ব্যবহার করে ব্যাপক দুর্নীতি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়।

কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন ১০ মে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। ওই সময় জেল থেকে বেরিয়ে তিনি দিল্লিতে দলের জন্য নির্বাচনী প্রচারণা চালান। তবে লোকসভায় তার দলের কোনো প্রার্থীই জয় পাননি।

ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করেছিল, লোকসভা নির্বাচনের আগে তাদের চাপে রাখতে নেতাকর্মীদের ওপর ধরপাকড় চালানো হচ্ছে।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। যদিও তার রাজনৈতিক দল এএপি জানিয়েছিল, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। 

আরও পড়ুন

×