ইসরায়েলের বন্দর ব্যবহার করা জাহাজে হামলার দাবি হুতিদের

ছবি: রয়টার্স
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ১১:৫৯
ইসরায়েলের বন্দর ব্যবহার করায় বাণিজ্যিক একটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইরান সমর্থিত গ্রুপটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল শনিবার এক টেলিভিশন ঘোষণায় বলেন, আরব সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটরে তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে। খবর আল-জাজিরার
গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে দীর্ঘদিন ধরে আরব সাগর ব্যবহার করা ইসরায়েল সংশ্লিষ্ট (মালিকানাধীন, যুক্ত মালিকানার ও বন্দর ব্যবহারকারী) জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুতি যোদ্ধারা। এ নিয়ে ইয়াহিয়া সারি বলেন, জাহাজটিতে হামলা করা হয়েছে কারণ, এটির মালিকানাধীন কোম্পানি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইসরায়েলের বন্দরে নোঙর করা সব জাহাজ লক্ষ্যবস্তু বলে বিবেচিত হবে বলেও হুমকি দেন তিনি।
যদিও যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) শুক্রবার জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র তীরবর্তী এডেন থেকে ২৩৩ কিলোমিটার পূর্বে একটি জাহাজে হামলা হয়েছে। জাহাজটির মাস্টার তাদের জানিয়েছেন, নৌযানটির আশেপাশে বিস্ফোরণ হয়েছে এবং নাবিকরা নিরাপদ আছেন।
গত সপ্তাহে জাহাজ এমভি টিউটর ডুবিয়ে দেওয়ার পর বাণিজ্যিক জাহাজে এটি হুতিদের দ্বিতীয় হামলা। একে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরটিতে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে সারি আরও দাবি করেছেন, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে মোতায়েন করা যুক্তরাষ্ট্র নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। হামলাটির উদ্দেশ্য সফলভাবে অর্জিত হয়েছে বলেও দাবি তার।
তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দাবিটি মিথ্যা। হুতি এবং তাদের সমর্থনকারী সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো থেকে একাধিকবার লোহিত সাগরে বিমানবাহী রণতরীটিকে আঘাত, এমনকি ডুবিয়ে দেওয়ার মিথ্যা দাবিও তোলা হয়েছে।
মোতায়েনের আট মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্র ইউএসএস আইজেনহাওয়ারকে দেশে ফেরার নির্দেশ দেওয়ার পরপরই এ দাবি তোলা হয়েছে। যদিও আইজেনহাওয়ারের বদলে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়া হুতিরা এখন পর্যন্ত বিভিন্ন জাহাজে ৬০টির বেশি হামলা চালিয়েছে। তাদের হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ডুবেছে, একটি দখল করেছে এবং আরও ডজন খানেকে বড় ক্ষতি হয়েছে। গোষ্ঠীটির সামরিক সক্ষমতা দুর্বল করতে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী বিমান হামলাও চালিয়েছে। তবে এতে বিশেষ কোনো কাজ হয়নি।
- বিষয় :
- হুতি
- হুতি বিদ্রোহী