ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাত

মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন

মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাইডেন প্রশাসন

মার্কিন সেনা- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৮:০৪

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েল যুদ্ধে জড়ালে ইরান ক্ষুব্ধ হবে। এতে মধ্যপ্রাচ্যে ঘাঁটিগুলোতে থাকা মার্কিন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে। রোববার দেশটির যৌথ বাহিনীর চেয়ারম্যান এয়ার ফোর্সের প্রধান জেনারেল জেনারেল চার্লস কিউ ব্রাউন এমন সতর্ক করেন। খবর দ্য হিলের।

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধের মধ্যে ওই অঞ্চলে উত্তেজনা বেড়ে যাওয়ায় এ ধরনের মন্তব্য করছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। এর আগেও হিজবুল্লার সঙ্গে যুদ্ধে না জড়াতে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। এসব বক্তব্যের মাধ্যমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে ইসরায়েল সরকারের ওপর বাইডেন প্রশাসনের চাপ জোরালো হচ্ছে।

ব্রাউন বলেন, যুদ্ধে জড়ালে হিজবুল্লাহকে সমর্থন ও সহায়তা দিতে আরও বেশি আগ্রহী হবে ইরান। যদি তারা মনে করে, হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাহলে হামাসের চেয়েও লেবাননের যোদ্ধাদের আরও বেশি সমর্থন দিতে পারে তেহরান।

আফ্রিকান প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে অংশ নিতে বতসোয়ানায় যাওয়ার সময় ব্রাউন সাংবাদিকদের এসব আশঙ্কার কথা জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, গাজার রাফায় ইসরায়েলি আক্রমণ কমবে। কারণ, সীমান্ত উত্তেজনা বেড়ায় লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তিনি বলেছিলেন, কূটনৈতিকভাবে সংকটের সমাধান পাওয়ার আশা করছেন তিনি। তবে প্রয়োজনে যুদ্ধের জন্যও প্রস্তুত বলে জানান নেতানিয়াহু।

অন্যদিকে, গাজায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। দুপক্ষই সীমান্ত এলাকায় গোলা ও রকেট ছুড়ছে।

এমন বাস্তবতায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি গত বৃহস্পতিবার জোর দিয়ে বলেন, এই অঞ্চলের কর্মকর্তাদের মধ্যে আলাপ চলছে। এখনও কূটনৈতিক সমাধানের আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা দ্বিতীয় আরেকটি যুদ্ধ চাই না। এটি রোধ করতে সবই করছি।’

আরও পড়ুন

×