দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত। ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ০৪:৩৩
আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ইউক্রেন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার আদালত বলেছেন, শোইগু এবং গেরাসিমভ দু’জনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী। বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওই সব লক্ষ্যবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া, মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে।
২০২২ সালের অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের মার্চ পর্যন্ত ইউক্রেনের বহু বৈদ্যুতিক শক্তি কেন্দ্র এবং সাব স্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়ে এসব অপরাধ করেছে বলে জানিয়েছে আইসিসি। শোইগু বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং গেরাসিমভ রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ। এই দু’জনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ফলে যুদ্ধাপরাধের জন্য ওয়ান্টেড তালিকায় থাকা শীর্ষ রুশ কর্মকর্তার সংখ্যা দাঁড়াল চারজনে। আইসিসি এর আগে বেআইনিভাবে ইউক্রেনের শিশুদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরেক কর্মকর্তা মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এদিকে ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ওই সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। প্রায় আড়াই বছর ধরে চলমান এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবিলায় কার্যত সংগ্রাম করছে এবং এর মধ্যেই এই পদক্ষেপ সামনে এলো। অন্যদিকে, রণক্ষেত্রের সম্মুখভাগে ইউক্রেনীয় ইউনিটগুলোর কাছে পশ্চিমা অস্ত্র পৌঁছেছে। খবর বিবিসি ও সিএনএনের।