নাইজেরিয়া
বিয়ের আসর, জানাজা ও হাসপাতালে বোমায় নিহত ১৮

বোর্নো রাজ্যে বোকো হারাম বিদ্রোহীদের নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনী দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১০:৩৯ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ১১:৫৭
নাইজেরিয়ার বোর্নো রাজ্যে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কমপক্ষে ১৮ জন নিহত এবং আহত হয়েছেন ৩০ জন। বিয়ের আসর, জানাজা ও হাসপাতালের মতো জায়গায় শনিবার এমন হামলার ঘটনা ঘটেছে। খবর-বিবিসি
বোর্নো রাজ্যের জরুরি বিভাগের তথ্য মতে, আত্মঘাতী হামলাকারীরা সেখানকার গোওজা শহরে শনিবার একটি বিয়ের আসর, জানাজায় ও হাসপাতালে বোমা হামলা চালায়। এসব হামলায় নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।
স্থানীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে- নিহতের সংখ্যা আরও অনেক বেশি। নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্রে এসব বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা অন্তত ৩০ জন বলে বলা হয়েছে।
হামলার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গোওজা শহরে কারফিউ জারি করেছে। এখনও কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
নাইজেরিয়া আফ্রিকার জনবহুল দেশগুলোর একটি। দেশটিতে ২০ কোটির বেশি মানুষের বাস। দেশটির উত্তর অংশে দীর্ঘদিন ধরে সহিংসতা চলছে। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম দেশটিতে এ ধরনের বহু হামলা চালিয়েছে অতীতে। সেসব হামলার অনেকগুলোতেই নারী আত্মঘাতী বোমারুদের ব্যবহার করা হয়েছে। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে লড়াই চালিয়ে আসছে জঙ্গিগোষ্ঠীটি।
বোর্নে রাজ্যটি ১৫ বছর ধরে বোকো হারামের নিয়ন্ত্রণে ছিল। তাদের হামলায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৪০ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছে।
- বিষয় :
- নাইজেরিয়া
- বোমা হামলা
- আত্মঘাতী হামলা