তাইওয়ানের আকাশে একাধিক ‘চীনা যুদ্ধজাহাজ’

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ১৮:২৮
তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি তারা কিছু যুদ্ধবিমান সনাক্তের দাবিও করেছে। তবে এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সামাজিক যোগাযোগ এক্সে দেয়া এক পোস্টে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের চারপাশ প্রদক্ষিণ করছে, এমন চারটি যুদ্ধজাহাজ সনাক্ত করেছে তারা। যদিও সনাক্ত করা বিমানের ধরন উল্লেখ করেনি মন্ত্রণালয় সূত্র। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরেই তাইওয়ান ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা চলমান। যুদ্ধজাহাজের উপস্থিতি বৃদ্ধি তারই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
এদিকে, চীনা সামরিক কার্যকলাপের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সতর্কতার ওপর জোর দিয়েছে তাইওয়ান সরকার। ক্রমবর্ধমান হুমকির মধ্যে গত সোমবার থেকে যুদ্ধ সক্ষমতা পরীক্ষায় সামরিক মহড়াও শুরু করেছে তারা।
- বিষয় :
- তাইওয়ান
- চীন
- সামরিক মহড়া