এরদোগানের পরিণতি হবে সাদ্দামের মতো, হুঁশিয়ারি ইসরায়েলের

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ (বাঁয়ে) ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৩:১৫
তুরস্ক যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করে, তাহলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ার করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন। খবর ডেইলি সাবাহ।
এর আগে গত রোববার নিজ শহর রিজে অনুষ্ঠিত ক্ষমতাসীন একে পার্টির এক সমাবেশে এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী প্রয়োজনে ইসরায়েলে অভিযান চালাতে পারে। তার ওই বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী।
ইসরাইল কাৎজ বলেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন। তুর্কি নেতার সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল, তা খেয়াল রাখা উচিত।
এরদোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদও। তিনি বলেন, সারা বিশ্বকে বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোগানের এই বিদ্বেষী হুমকির নিন্দা জানাতে হবে। এ সময় এরদোগানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ‘বিপজ্জনক ব্যক্তি’ বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ২০০৩ সালে মার্কিন সমর্থিত বহুজাতিক বাহিনীর হামলায় ক্ষমতাচ্যুত হন। পরে তাকে যুক্তরাষ্ট্রের তত্বাবধানে ফাঁসি দেওয়া হয়।
- বিষয় :
- তুরস্ক
- তুরস্ক-ইসরায়েল
- এরদোয়ান
- সাদ্দাম হোসেন
- গাজা