ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ভেনেজুয়েলায় নির্বাচন

বিক্ষোভকারীর ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ১৬

বিক্ষোভকারীর ওপর নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত ১৬

ছবি: রয়টার্স

 সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ০৩:৩৩ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ০৩:৩৩

ভেনেজুয়েলায় জাতীয় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে চলা বিক্ষোভে দমনপীড়ন ও হামলা চালাচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের নিরাপত্তা বাহিনী। এতে চার দিনে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ। স্থানীয় সময় মঙ্গলবারও দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হতাহতের ঘটনা ঘটেছে। 

দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়। এতে বলা হয়, সহিংসতার জন্য মাদুরো বিরোধী দলের দুই নেতা– মারিয়া কোরিনা মাচাদো ও প্রেসিডেন্ট প্রার্থী অ্যাডমুন্ড গঞ্জালেজকে দায়ী করেছেন। বিক্ষোভকারীদের দাবি, গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদানের সব নথি যেন প্রকাশ করা হয়। তাদের অভিযোগ, নির্বাচনে কারচুপি করে জয়ী হয়েছেন মাদুরো। নির্বাচনী সহিংসতা শুরু হয় গত শনিবার, যা মঙ্গলবার পর্যন্ত চলছিল। নিহতদের মধ্যে বেসামরিক বিক্ষোভকারী ছাড়াও একজন সেনা সদস্যও আছেন। প্রেসিডেন্ট মাদুরো নিয়ন্ত্রিত দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ এ সহিংসতার জন্য মাচাদো ও গঞ্জালেজকে দায়ী করে তাদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি এ দু’জনকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেন এবং সরকার তাদের সঙ্গে সংলাপে বসবে না বলে জানান। 

বিরোধীদের দাবি, নির্বাচনে তাদের জয় হয়েছে। ভোটের পরদিন সোমবার বিরোধী বিভিন্ন ভোটকেন্দ্রের ফলাফলের তথ্য প্রকাশ করে তারা গঞ্জালেজকে বিজয়ী ঘোষণা করেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জাতিসংঘ মিশনের সামনে লাখো মানুষের সমুদ্রে ভাষণ দেওয়ার সময় মাচাদো বলেন, ‘জনগণের রায়কে তারা অবশ্যই রক্ষা করবেন; গঞ্জালেজ তাদের পরবর্তী প্রেসিডেন্ট।’ 

আরও পড়ুন

×