বুধে ‘১৮ কিলোমিটার পুরো হীরার স্তর’

ছবি: নাসা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ২২:১৫
সৌর পরিবারের সবচেয়ে ছোট সদস্য বুধের পৃষ্ঠদেশের নিচে ১৮ কিলোমিটার পুরো হীরার স্তর রয়েছে বলে ধারণা করছেন গবেষকরা। সূর্যের সবচেয়ে কাছে থাকা গ্রহটিতে এত হীরার উপস্থিতির বিষয়ে এর আগে জানা যায়নি।
গবেষকরা বলছেন, ৪৫ লাখ বছর আগে বুধ গ্রহের জন্মের পরই ক্রমে সেখানে হীরার গঠন শুরু হতে থাকে। সূর্য থেকে পৃথক হওয়ার পর কুণ্ডলী পাকানো ধুলোর মেঘ ও গ্যাসে উচ্চ চাপ এবং তাপমাত্রার কারণে এ হীরার গঠন শুরু হয়। তখন ভাসমান ধুলো ও গ্যাসের মেঘ গ্রাফাইটের সঙ্গে সংঘর্ষ লেগে থাকতে পারে।
একদল গবেষক বুধ গ্রহের পৃষ্ঠদেশের পরিবেশ নিয়ে গবেষণা চালান। তারা কৃত্রিমভাবে বুধ গ্রহের পরিবেশের মতো পরিস্থিতি তৈরি করে সেখানে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে দেখতে পান– তীব্র চাপের কারণে বিভিন্ন বস্তু হীরায় পরিণত হচ্ছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিজির ভূতত্ত্ব বিভাগের প্রধান বার্নার্ড চার্লিয়ার বলেন, এটা খুবই তীব্র চাপ। ছোট ছোট বস্তুগুলোকে এভাবে চাপ ও উচ্চ তাপমাত্রায় রাখার মাধ্যমে হীরা উৎপন্ন হতে দেখা গেছে।
গবেষকরা দেখেছেন, বুধ গ্রহের জন্মের শুরুর দিকে সিলিকন, টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মতো পদার্থের উপস্থিতি ছিল। তারা একটি ক্যাপসুলে পৃথিবীপৃষ্ঠের স্বাভাবিক চাপের চেয়ে ৭০ হাজার গুণ বেশি চাপ দেন; তাপ দেওয়া হয় দু্ই হাজার ডিগ্রির বেশি। বুধ গ্রহ সৃষ্টির শুরুর দিকে এর কেন্দ্রের চাপ ও তাপমাত্রা এমনটাই ছিল। এ চাপ ও তাপামাত্রায় বস্তুর গলে যাওয়ার পরিপ্রেক্ষিতেই রাসায়নিক পরিবর্তন আসতে থাকে।
- বিষয় :
- হীরা