হানিয়ার মৃত্যু: তুরস্ক ও পাকিস্তানে ১ দিনের শোক

ছবি: এপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪ | ১৪:২০
ইরানের তেহরানে গত বুধবার (মঙ্গলবার দিবাগত রাতে) হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। হানিয়ার সম্মানে আজ শুক্রবার এক দিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান।
হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে দায়ী করেছে হামাস। এ হত্যাকাণ্ডে হামাস ছাড়াও ইরান ও অন্যরা ইসরায়েলকে দায়ী করলেও দেশটি এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। খবর এএফপির
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একই শাখার অন্য সদস্যদের পাশাপাশি কাতারের রাজধানী দোহায় থাকতেন। তাকে কাতারের ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে জানাজা শেষে ইসমাইল হানিয়াকে রাজধানী দোহার উত্তরে লুসাইল এলাকার একটি কবরস্থানে দাফন করা হবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তেহরানে হামলায় হানিয়া ছাড়াও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। গত মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে হানিয়া তেহরানে এসেছিলেন।
বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে এক হামলায় ইসরায়েল হামাসের সঙ্গে সংশ্লিষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকরকে হত্যা করার মাত্র কয়েক ঘণ্টা পর তেহরানে হানিয়ার ওপর ওই হামলা হয়েছে।
ইসমাইল হানিয়ার জানাজা ইরানের তেহরানে অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হানিয়া হত্যাকাণ্ডের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এদিকে নিহত হামাস নেতার সম্মানে আজ এক দিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। আর হামাস ঘোষণা করেছে ‘ভীষণ ক্রোধের দিন’ হিসেবে।
হানিয়া হত্যাকাণ্ড ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আজ জুমার নামাজের পর প্রতিটি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করতে উৎসাহ জুগিয়েছে হামাস।
- বিষয় :
- ইরান
- ইসমাইল হানিয়া
- হামাস
- গাজা