সাফাদির হুঁশিয়ারি
ইরান-ইসরায়েলের যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪ | ১০:০০ | আপডেট: ১১ আগস্ট ২০২৪ | ১০:০০
হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হয়েছে। অঞ্চলটিতে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের জোর শঙ্কা দেখা দিয়েছে। গাজা-ইসরায়েল সংঘাত চলমান। হানিয়া ইস্যুতে এবার ইরান-ইসরায়েল যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশ দুটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান। খবর রয়টার্সের।
দেশটির কর্মকর্তা বলেছেন, তারা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না। নিজেদের আকাশসীমায় যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করার কথাও জানিয়েছে জর্ডান।
স্থানীয় সময় শনিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আমরা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধক্ষেত্র হবো না। তাদের জানিয়েছি, কাউকে আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দেব না।
প্রসঙ্গত, ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরায়েলকে দায়ী করে আসছে হামাস ও তেহরান। প্রিয় মেহমানকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরান সরকার। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা সৃষ্টি হয়েছে।
- বিষয় :
- জর্ডান
- হামাস
- ইসরায়েল
- ইরান
- ইসমাইল হানিয়া