ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনার মৃত্যু

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনার মৃত্যু

ছবি: আল-জাজিরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ০৯:৫১ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১০:২৭

ইয়েমেনের আবিয়ানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক পোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সৈন্য নিহত ও ১৮ জন আহত হয়েছে। খবর আল-জাজিরার

ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব বলেন, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে হামলা হয়েছে। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে আসামাত্র সেটি বিস্ফোরিত হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ব্যবহার করা গাড়িটিতে শক্তিশালী বোমা সংযুক্ত ছিল।

আল কায়দা নেটওয়ার্কের আরব উপদ্বীপ শাখাটি গঠিত হয়েছিল ২০০৯ সালে। তবে এটি শক্তিশালী হওয়া শুরু করে ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরুর পর থেকে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

আরও পড়ুন

×