ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইন্দোনেশিয়ার নতুন রাজধানীতে স্বাধীনতা উদযাপন

ইন্দোনেশিয়ার নতুন রাজধানীতে স্বাধীনতা উদযাপন

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ২২:২০

প্রস্তাবিত নতুন রাজধানী নুসানতারায় প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইন্দোনেশিয়া। এর আগে নুসানতারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। মূলত প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের ব্যাপারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই সেখানে নানাবিধ কর্মসূচি পালন করা হচ্ছে।

ডাচ শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলদারিত্বের পর ১৯৪৫ সালে স্বাধীনতার ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। পরিকল্পনা ছিল, ৭৯তম স্বাধীনতা দিবসেই নতুন রাজধানী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। কিন্তু বোর্নিও দ্বীপের এই প্রকল্পের নির্মাণকাজ এখনও শেষ না হওয়া এবং তহবিল-সংক্রান্ত সমস্যার কারণে নতুন রাজধানীর উদ্বোধন করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং তাঁর মন্ত্রীরা নতুন প্রেসিডেন্ট প্রাসাদে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। 

২০২২ সালের শুরুর দিকে বোর্নিও দ্বীপের পূর্ব প্রান্তের নুসানতারা শহরকে নতুন রাজধানী হিসেবে বেছে নেয় ইন্দোনেশিয়া। এটি দেশটির ইস্ট কালিমানতান প্রদেশে অবস্থিত। ইন্দোনেশিয়ার সমগ্র দ্বীপপুঞ্জের নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীকে বোঝাতে নুসানতারা নামকরণ করা হয়। প্রেসিডেন্ট জোকো উইদোদো এ নামটি প্রস্তাব করেন। জনাকীর্ণ, দূষিত এবং ধীরে ধীরে সাগরে তলিয়ে যাওয়া রাজধানী জাকার্তাবাসীকে মুক্তি দিতেই ইন্দোনেশিয়ার রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন উইদোদো। বিবিসি।


 

আরও পড়ুন

×