গাজা নিয়ে বিভাজিত ডেমোক্র্যাটরা

জো বাইডেন ও কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ০৭:৪৮
যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন। আনন্দ আর আত্মবিশ্বাসের মধ্য দিয়েই সোমবার এ সম্মেলন শুরু হয়। তবে তার মধ্যেই একটি বেদনাদায়ক বিষয় ডেমোক্রেটিক পার্টির ভিতকে নাড়িয়ে দিতে পারে। সেটি হলো– গাজায় ইসরায়েলের যুদ্ধ।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে নির্বাচনে প্রার্থী হওয়া ফিলিস্তিনের প্রতি অপেক্ষাকৃত বেশি সহমর্মী কমলা হ্যারিসকে স্বাগত জানাতে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেটাকে কেন্দ্র করে চলছে ইসরায়েলবিরোধী বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি। হাজার হাজার মানুষ সম্মেলন ভবনের বাইরে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিক্ষোভকারীরা সম্মেলনে বাগড়া দিতে পারেন, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গতকাল দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ঐক্যের মূলনীতির ওপর জোর দিয়ে এ আয়োজনে মার্কিন মুসলিম ও ইহুদিদের এক কাতারে আনার চেষ্টা করছেন ডেমোক্রেটিক পার্টির পরিকল্পনাকারীরা। সম্মেলনে হামাসের হাতে আটক মার্কিন পরিবারগুলোর সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী মুসলিম মুখ কেইথ এলিসনও বক্তব্যের সুযোগ পাবেন। এলিসন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। কমলার স্বামী ডগলাস অ্যামহফও স্বগৌরবে নিজের ইহুদিত্ব নিয়ে কথা বলবেন। পাশাপাশি ডেমোক্র্যাটরা ইসরায়েলের নিরাপত্তায় দেওয়া অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করবেন।
গত সপ্তাহে কমলার নির্বাচনী প্রচারবিষয়ক ব্যবস্থাপক জুলি শেভেজ-রদ্রিগেজ আরব-মার্কিনিদের সঙ্গে একের পর এক বৈঠক করেছেন। তিনি তাদের উদ্বেগের কারণ সম্পর্কে জানতে চেয়েছেন। এসব চেষ্টার পরও গাজা যুদ্ধ বাইডেন-কমলা প্রশাসন যেভাবে মোকাবিলা করছে, তা নিয়ে বিশাল বিক্ষোভের ছায়ায় অনুষ্ঠিত হবে জাতীয় সম্মেলন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর ৮০ দিনেরও কম সময় বাকি। সম্মেলনের সমাপনী বক্তব্য দেবেন কমলা এবং আনুষ্ঠানিকভাবে তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করবেন।