দাবানলে জরুরি অবস্থা বলিভিয়ায়, আন্তর্জাতিক সাহায্যের আহ্বান

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে বলিভিয়ার লাপাজ শহর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১০:৪৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১১:০৭
ভয়াবহ দাবানলে জ্বলছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায়। আগুন বন থেকে ছড়িয়ে পড়েছে জনবসতিতে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ছড়িয়ে পড়া প্রচণ্ড দাবানল থামাতে পারছে না দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা। এ অবস্থায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে দেশটি। খবর- রয়টার্স
বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী এডমুন্ডো নোভিলো শনিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, এ পদক্ষেপ তার দেশকে দ্রুত আন্তর্জাতিক সমর্থন সমন্বয় করার সুযোগ দেবে। এ ব্যবস্থার কারণে আন্তর্জাতিক অংশীদাররা দ্রুত আরও কার্যকরভাবে মানবিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে সক্ষম হবে।
২০১০ সালের পর থেকে বলিভিয়ায় দাবানল অনেক বেড়েছে। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে- এ বছর দাবানলে ৭৫ লাখ একর জমি পুড়ে গেছে। প্রতি বছর দক্ষিণ আমেরিকায় জুলাই মাস থেকে খরা ও গরম বাতাস বইতে থাকে যা চলে আগস্ট ও সেপ্টেম্বর পর্যন্ত। অনাবৃষ্টির কারণে তীব্র খরা ও লু হাওয়ায় বনাঞ্চলে আগুন ধরে থাকে।
পরিবেশমন্ত্রী অ্যালান লিসপারগুয়ার জানিয়েছেন, বর্তমানে দেশটিতে ৭২টি দাবানল সক্রিয় রয়েছে। এসব দাবানল দেশটির প্রধান পরিবেশগত অঞ্চলগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স বলেছেন, এরই মধ্যে ব্রাজিলিয়ান বিশেষজ্ঞদের একটি দল অগ্নিনির্বাপণ প্রচেষ্টার সমন্বয় করতে দেশে পৌঁছেছে।
স্থানীয় আদিবাসী স্বেচ্ছাসেবকরা ফিলি জমি রক্ষায় নিজেরাই দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।