ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দেশ ছাড়লেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেজ

দেশ ছাড়লেন ভেনেজুয়েলার বিরোধী নেতা গঞ্জালেজ

ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ। ছবি: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৫৯ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:০০

দেশ ছাড়লেন ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমান্ডো গঞ্জালেজ। তার গন্তব্য স্পেন। গঞ্জালেজ স্পেনে রাজনৈতিক আশ্রয় পাচ্ছেন।

ভেনেজুয়েলা ও স্পেনের কর্মকর্তারা শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির

গত জুলাইয়ে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিপক্ষে লড়েন বিরোধী প্রার্থী গঞ্জালেজ (৭৫)।

নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দেয়। মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। তবে বিরোধীরা এই ফলাফল মানতে অস্বীকৃতি জানায়। তারা দাবি করে, নির্বাচনে বিরোধী প্রার্থী গঞ্জালেজ জয়ী হয়েছেন।

বিতর্কিত নির্বাচনের পর থেকে বিরোধীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে আসছে মাদুরো সরকার। সম্প্রতি গঞ্জালেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়। এ ছাড়া অন্যান্য অপরাধের অভিযোগও আনা হয়। এখন তিনি দেশ ছাড়লেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস এক্সে (সাবেক টুইটার) বলেছেন, গঞ্জালেজ কারাকাস থেকে স্প্যানিশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে করে স্পেনের উদ্দেশে যাত্রা করেছেন। গঞ্জালেজের কাছ থেকে আসা একটি অনুরোধে সাড়া দিচ্ছে মাদ্রিদ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গঞ্জালেজ এত দিন ভেনেজুয়েলায় আত্মগোপনে ছিলেন। তিন স্প্যানিশ সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, গঞ্জালেজকে নিরাপদে যেতে দিতে রাজি হয় কারাকাস। এরপর তিনি দেশ ছাড়েন।

ভেনেজুয়েলার সব নাগরিকের রাজনৈতিক অধিকারের ব্যাপারে স্পেন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশসহ বিশ্বের অনেক দেশই মাদুরোকে স্বীকৃতি দেয়নি। তারা নির্বাচনের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। বিতর্কিত নির্বাচনে জয় দাবির পর ভেনেজুয়েলার কৌঁসুলিরা উরুটিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তিনি প্রায় মাসখানেক আত্মগোপনে ছিলেন।

মাদুরোকে পুননির্বাচিত ঘোষণার পর বিরোধীরা এর প্রতিবাদে রাস্তায় নামে। নির্বাচনোত্তর সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত ২৭ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দুই হাজার ৪শ জনকে  আটক করা হয়েছে।

আরও পড়ুন

×