ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্রিটিশ রাজবধূ ক্যানসারমুক্ত

ব্রিটিশ রাজবধূ ক্যানসারমুক্ত

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ০৬:৫৮

কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে ক্যানসারমুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সোমবার এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন কেট নিজে। সুস্থ হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

প্রিন্সেস অব ওয়েলস বলেছেন, গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য ‘ভয়ংকর’ এবং ‘খুবই কঠিন’ সময় ছিল। প্রতিরোধমূলক কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার মুক্ত হওয়ায় এখন আমরা নির্ভার।

এখন কীভাবে বাকি জীবন ক্যানসারমুক্ত থাকা যায় সেটির ওপর নজর রাখবেন। আর ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার পথটি দীর্ঘ ও কঠিন হবে বলেও জানান তিনি।

চলতি বছরের ২৩ মার্চ কেট মিডলটন জানান তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। 

এর আগে ফেব্রুয়ারিতে জানা যায় রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরের ধাক্কার রেশ কাটতে না কাটতেই কেট মিডলটনের দুরারোগ্য এই ব্যধিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

আরও পড়ুন

×