ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেট

কেমোথেরাপির অভিজ্ঞতা জানালেন কেট

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। ছবি- সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১০

ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বলেছেন, এ বছরটা তাঁর জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল। কেট মিডলটনের ‘অতি ব্যক্তিগত’ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে কেনসিংটন প্যালেস। ওই ভিডিওতে কেট এ কথা বলেন। খবর বিবিসির।

ভিডিও বার্তায় কেট বলেছেন, এ বছরটা তাঁর জন্য ‘অবিশ্বাস্য রকমের’ কঠিন ছিল। ক্যান্সার হঠাৎ আমার জীবন বদলে দিয়েছে। ক্যান্সার মোকাবিলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, এ অভিজ্ঞতা বেশ জটিল, ভীতিকর আর অপ্রত্যাশিত। গত মাসে নরফোকে এই ভিডিও ধারণ করা হয়েছে। ভিডিওতে কেট জানান, ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে তিনি কেমোথেরাপি নেওয়া শেষ করেছেন।

কেট বলেন, গ্রীষ্মের শেষের দিকে এসে আমি আপনাদের এটা বলতে পারব না, আমার কেমোথেরাপির চিকিৎসা শেষ করাটা কতটা স্বস্তির বিষয়। এ সময় তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়।

আরও পড়ুন

×