ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন

আলবার্তো ফুজিমোরি। ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৪১

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। 

ফুজিমোরি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি দেশটির রাজধানী লিমায় নিজের বাসায় গতকাল বুধবার মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

নিজ দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যাপক সমালোচিত ও দণ্ডিত হয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ফুজিমোরি। এ জন্য ১৬ বছর জেল খাটতে হয়েছিল তাঁকে।

১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পেরুর ক্ষমতায় ছিলেন ফুজিমোরি। পরবর্তী সময়ে মানবতাবিরোধী অপরাধে ২৫ বছরের কারাদণ্ড হয় সাবেক এই প্রেসিডেন্টের। টানা ১৬ বছর কারাগারে কাটানোর পর গত ডিসেম্বরে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছিল।

সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন পেরুর প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন। তিনি বলেন, ‘আমরা তাঁর (আলবার্তো ফুজিমোরি) সন্তান ও পরিবারের সদস্যদের এটা জানাতে চাই যে তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’

আরও পড়ুন

×