ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন

বাংলাদেশের পরিস্থিতি ভারত ছাড়া উন্নতি হবে না

বাংলাদেশের পরিস্থিতি ভারত ছাড়া উন্নতি হবে না

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা । ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০৬

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে না। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতের অবদান তাদের মনে রাখা উচিত। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ত্রিপুরার আগরতলায় দেশটির এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে খবর প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ।

মানিক সাহা বলেন, ‘বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম, বাংলাদেশের সঙ্গে ফ্লাইট পরিষেবা দ্রুত শুরু হবে। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে নিশ্চিতভাবেই ফ্লাইট একসময় না একসময় চালু হবে। তবে ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। তাদের বোঝা উচিত, আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে, তা ভুলে যাওয়া উচিত না।’

মানিক সাহা আরও বলেন, ‘আমি তাদের (বাংলাদেশিদের) বারবার বলব, মনে রাখবেন, ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল। আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি। বাংলাদেশ এখন যেভাবে চলছে, সেভাবে চলতে পারে না।’

এর আগে গত মঙ্গলবার নিউইয়র্কে এক মতবিনিময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যস্ত করেন। তিনি দাবি করেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয় নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না।

আরও পড়ুন

×