ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিমবাহ গলছে, বদলে যাচ্ছে সুইজারল্যান্ড-ইতালি সীমান্ত

হিমবাহ গলছে, বদলে যাচ্ছে সুইজারল্যান্ড-ইতালি সীমান্ত

ছবি: দ্য গার্ডিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১৯

আল্পস পর্বতমালার সুউচ্চ পর্বতগুলোর একটি ম্যাটারহর্ন পর্বত। এই পর্বতটির অবস্থান ইতালি ও সুইজারল্যান্ডের সীমান্তে। এই এলাকার সীমান্ত সারাবছর বরফেই ঢাকা থাকে। বরফের ওপরেই এখানে দু’দেশের সীমানা নির্ধারিত  ছিল। কিন্তু হিমবাহ গলে গিয়ে বর্তমানে সীমানা অস্পষ্ট হয়ে গেছে। মুছে গেছে সীমান্তরেখা। এখন দুই দেশ নতুন করে সীমানা নির্ধারণ করতে চায়।

এই পরিবর্তনের মূল কারণ বিশ্ব উষ্ণতা বৃদ্ধি, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের উষ্ণতা কমানো না গেলে বরফাঞ্চল দ্রুত গলে যাবে।  

সীমান্ত এলাকাটি ম্যাটারহর্নের মালভূমি রোসা, ক্যারেল রিফিউজ এবং গোব্বা ডি রোলিন অঞ্চলে সুইস-ইতালীয় সীমানায় অবস্থিত। 
সুইজারল্যান্ডের জনপ্রিয় জারমাট পর্যটন অঞ্চলও এখানে। ম্যাটারহর্নের সীমান্তে বেশ কয়েকটি জনপ্রিয় স্কি রিসোর্ট রয়েছে। সম্প্রতি সুইজারল্যান্ড ম্যাটারহর্নে নতুন সীমান্ত নির্ধারণের ব্যাপারে একটি চুক্তি অনুমোদন করেছে। ইতালিও বরফাঞ্চলে সীমানা নির্ধারণের ব্যাপারে আগ্রহী। অবশ্য সুইস-ইতালীয় কমিশন এ ব্যাপারে আগে থেকেই কার্যক্রম চালিয়ে আসছে।

গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ ও ২০২৩ সালে ম্যাটারহর্নে সুইজারল্যান্ডের হিমবাহ ১০ শতাংশ ক্ষয়ে গেছে। 

প্রতিবছর ব্যাপারটি পর্যবেক্ষণ করে সুইস গ্লাসিয়ার মনিটরিং নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান। তাদের তথ্যমতে, ২০২২ সালে তুষারপাত এত কম ছিল, পাশাপাশি হিমবাহের গলনও ছিল বেশি। এই অবস্থায়  সীমানা অস্পষ্ট হয়ে গেছে। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ মনে করে, নতুন করে সীমানা নির্ধারণের ফলে বরফাঞ্চল রক্ষণাবেক্ষণ কার্যক্রম সহজ হবে। সূত্র: বিবিসি

আরও পড়ুন

×