ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মুম্বাইয়ে শর্ট সার্কিটের আগুনে এক পরিবারের ৭ জনের প্রাণহানি

মুম্বাইয়ে শর্ট সার্কিটের আগুনে এক পরিবারের ৭ জনের প্রাণহানি

রোববার ভোরে চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির এই দোতলা বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ১৫:৩৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ | ১৫:৩৬

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে এক পরিবারের দু’টি শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে নগরীর চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৫টার দিকে বাড়িটির নিচতলায় থাকা একটি বৈদ্যুতিক পণ্যের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারটির সবাই দোতলায় ঘুমিয়ে ছিলেন।

সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে ৭ ও ১০ বছর বয়সী দু’টি শিশু আছে।

আরও পড়ুন

×