ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে হরিয়ানায়!

বুথফেরত জরিপ

ক্ষমতার পালাবদল ঘটতে যাচ্ছে হরিয়ানায়!

ফাইল ফটো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ১০:২৮ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ১০:৩৯

ভারতে হরিয়ানার বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটতে চলেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১০ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাজ্যটিতে সরকার গড়তে চলেছে কংগ্রেস পার্টি। প্রায় সব বুথফেরত জরিপেই মিলেছে এমন পূর্বাভাস।

হরিয়ানা রাজ্যের ৯০টি কেন্দ্রে এক দফায়ই বিধানসভা নির্বাচনের ভোট শনিবার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। অন্তত সাতটি বুথফেরত সমীক্ষার সব ক’টিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে, হরিয়ানার ৯০ আসনবিশিষ্ট বিধানসভায় ৫৫ আসন পেতে পারে কংগ্রেস। অর্থাৎ, এককভাবে সরকার গঠন করতে পারে কংগ্রেস। ২০১৯ সালে হরিয়ানায় ৪০টি আসনে জিতেছিল বিজেপি, যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। হরিয়ানায় মোট বিধানসভা আসন সংখ্যা ৯০। আর ম্যাজিক ফিগার হলো ৪৬। 

বিশ্লেষকরা বলছেন, ভারতের বৃহৎ ও বৈচিত্র্যময় ভোটার জনসংখ্যার কারণে বুথফেরত জরিপগুলো বিশেষভাবে চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সাধারণ নির্বাচনেও বুথফেরত জরিপগুলো ধারণা করেছিল, মোদির বিজেপি বড় সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তবে তা ব্যর্থ হয়েছিল বরং সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে এবং জোট সরকার গঠনের জন্য বিজেপিকে আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভর করতে হয়েছিল।

আগামী নভেম্বরে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে।

আরও পড়ুন

×