ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিরাপত্তাহীনতায় ২৩৯ যাত্রীকে নিয়ে নয়াদিল্লিতে নামল নিউইয়র্কগামী ফ্লাইট

নিরাপত্তাহীনতায় নিউইয়র্কগামী ফ্লাইট নামল নয়াদিল্লিতে

জরুরি অবতরণের পর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে উড়োজাহাজটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ১২:১৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ | ১২:২১

ভারতের মুম্বাই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোমা হামলার হুমকির মুখে নয়াদিল্লিতে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ২৩৯ জন যাত্রী ছিলেন। বর্তমানে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে উড়োজাহাজটি। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।  খবর-এনডিটিভি

এতে বলা হয়েছে, টুইটারে বোমা হামলার বিষয়ে একটি হুমকি পায় মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বিষয়টি নিরাপত্তা সংস্থাগুলোকে জানানো হয়। পরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিকে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাই থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া ফ্লাইট এআই ১১৯-এ সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি ছিল। নিরাপত্তা সংস্থাগুলোর নির্দেশনা অনুযায়ী উড়োজাহাজটিকে দিল্লিতে অবতরণ করানো হয়। উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উড়োজাহাজটি বিমানবন্দরের আইসোলেশন রানওয়ের কাছে পার্ক করা হয়েছে। নিরাপত্তা সংস্থার বোম স্কোয়ার্ড সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। 

প্রসঙ্গত, ভারতের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি বেশ কয়েকটি বোমা হামলার হুমকি পাওয়া গেছে। যদিও তদন্তে এসব হুমকির অনেকগুলোর সত্যতা মেলেনি। 

আরও পড়ুন

×