ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১৫:৩৫

বৃহস্পতিবার বিকেল নাগাদ তাইওয়ানে আঘাত হানতে পারে সুপার টাইফুন কং-রে। এর কারণে দেশটির কর্তৃপক্ষ দূরবর্তী দ্বীপগুলোর বাসিন্দাদের পেশাগত ও শিক্ষাগত কার্যক্রম স্থগিত করতে সতর্কবার্তা জারি করেছে। এছাড়া নৌযান নিয়ে জেলেরা ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন।  খবর এএফপি

টাইফুনটি স্থলনিম্নচাপে পরিণত হওয়ার আগে পর্যন্ত দ্বীপদেশটির বিভিন্ন অংশে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত আঘাত করতে পারে। 

মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, এমনকি টাইফুনটির প্রভাবে ভূমিধসও হতে পারে। 

ক্যাপ্টেন চেন নামের একজন জেলে এএফপিকে জানিয়েছেন, “ আমার সব সম্পদ এখানে। আমি অবশ্যই চিন্তিত।”

দেশটির আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, কং-রে তাইওয়ানের পূর্ব ও উত্তর উপকূলীয় অঞ্চল এবং মধ্য ও দক্ষিণের পাহাড়ি অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসক চ্যাং চুন-ইয়াও জানিয়েছেন, ইলান এবং হুয়ালিয়েনের পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত ৮০০ থেকে এক হাজার ২০০ মিলিমিটার (৩১ ইঞ্চি থেকে ৪৭ ইঞ্চি) বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। 

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের আনুমানিক গতিপথের উপর ভিত্তি করে ইলান, হুয়ালিয়েন এবং তাইতুং অঞ্চলগুলোতে সম্ভাব্য ভূমিধস এবং ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

তাইতুং অঞ্চলের দুটি প্রধান দ্বীপে পেশাগত ও শিক্ষাগত কার্যক্রম স্থগিত করা হয়েছে। কারণ ঘূর্ণিঝড়টি এখানেই সরাসরি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাইওয়ানের দূরবর্তী দ্বীপ কিনমেন এবং চীনা বন্দর নগরী জিয়ামেনের মধ্যে ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড় দেখা দেয় তাইওয়ানে। কিন্তু বছরের শেষের দিকে এত শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত আসাটা অস্বাভাবিক, চ্যাং জানান।

তিনি এএফপিকে আরও বলেন, “সর্বশেষ ২০০৪  সালের অক্টোবরে টাইফুন নক-টেন এর কারনে এমনটি হয়েছিলো।”

বিজ্ঞানীরা সতর্ক করেছেন জলবায়ু পরিবর্তন ঝড়ের তীব্রতা বাড়াচ্ছে, যার ফলে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা এবং শক্তিশালী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপক্রান্তীয় অঞ্চল হওয়ায় দেশটিতে প্রায়ই ঘূর্ণিঝড়ের  কবলে পড়ে। এর আগে চলতি মাসের শুরুতেই ঘূর্ণিঝড় ক্র্যাথন আঘাত হানে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
 

আরও পড়ুন

×