ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধরণিকে ঠান্ডা করতে ৫০ লাখ টন হীরার গুঁড়া

ধরণিকে ঠান্ডা করতে ৫০ লাখ টন হীরার গুঁড়া

ছবি: প্রতীকী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ১৯:৩৪

ধরণিকে ঠান্ডা করতে বায়ুমণ্ডলে ছড়ানো হতে পারে হীরার ধূলিকণা! সম্প্রতি এক গবেষণায় এমনটা উঠে এসেছে। জলবায়ু সংকট মোকাবিলায় এ পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা।

অযৌক্তিক মনে হলেও ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স’-এ প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, বছরে ৫০ লাখ টন হীরার গুঁড়া বিশ্বের তাপমাত্রা অনেকাংশেই কমিয়ে দিতে পারে। চকচকে হীরার গুঁড়া সূর্যরশ্মির ওপর পড়লে তা অনেকাংশেই প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলের বাইরে চলে যাবে। ফলে তাপও কমবে। এই ধারণার কথাই প্রকাশিত হয়েছে ওই গবেষণাপত্রে।

গবেষকদের বিশ্বাস, যদি ৪৫ বছরেরও বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালানো যায়, তাহলে পৃথিবীর তাপমাত্রা প্রায় ২.৯ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমতে পারে। তবে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যতটা সহজ মনে হচ্ছে, ততটা নয়। এমনটাই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। কারণ, পুরো প্রক্রিয়াটি যেমন খরচসাপেক্ষ, তেমনই শ্রমসাপেক্ষ। তবে এ প্রক্রিয়ায় তাপ কমাতে হলে প্রায় ২০০ লাখ কোটি ডলার খরচ করতে হতে পারে। যে কারণে অনেকেই মনে করছেন, শুধু অনুমানের ওপর ভিত্তি করে এবং পরীক্ষা করে দেখার জন্য এত টাকা খরচ করা একেবারেই অযৌক্তিক। তবে গবেষকদের যুক্তি, এই মুহূর্তে পৃথিবীতে জলবায়ু সংকট যে ভয়াবহ গতিতে বাড়ছে, তা মোকাবিলা করার জন্য এই খরচ কিছুই নয়। এনডিটিভি।


 

আরও পড়ুন

×