১১০ বছর বয়সে মারা গেল বিশ্বের সবচেয়ে বড় কুমিরটি

ছবি: ডেইলি মেইল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪ | ২০:৫১
বিশ্বের সবচেয়ে বড় কুমিরটি ১১০ বছর বয়সে মারা গেছে। মারা যাওয়ার সময় বন্দি অবস্থায় ছিল ক্যাসিয়াস নামের কুমিরটি। তার ওজন এক টনের বেশি ছিল এবং এটি ১৮ ফুট লম্বা ছিল। অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল বলে জানিয়েছেন তত্ত্বাবধায়করা। বন্দিদশায় থাকা নোনা জলের কুমিরটি বিশ্বের সবচেয়ে বড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে রয়েছে।
গিনেস অনুসারে জানা যায়, ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর এই খেতাবটি নিয়েছিল ক্যাসিয়াস। লোলংয়ের দৈর্ঘ্য ছিল ৬.১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)। বন্দিজীবনের আগে দৈত্যকার কুমিরটি কুইন্সল্যান্ডের কেয়ার্নস উপকূলে গ্রিন আইল্যান্ডের মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল আবাসস্থলে থাকত।
ফেসবুকে এক পোস্টে তার তত্ত্বাবধায়করা বলেছেন, কুমিরটি খুব বয়স্ক ছিল এবং জীবিত কুমিরদের মধ্যে সে সবচেয়ে বয়সী ছিল বলে বিশ্বাস করা হতো। ক্যাসিয়াসকে আমরা গভীরভাবে মিস করব এবং তার প্রতি ভালোবাসা এবং স্মৃতি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।
গ্রুপটির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবেশী উত্তরাঞ্চল থেকে আনার পর ১৯৮৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করছিল এ প্রাণীটি। কুমির এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর গিনেস ওয়ার্ল্ডে নাম ওঠায় ক্যাসিয়াস তারকায় পরিণত হয়ে ওঠে।
সূত্র: ডেইলি মেইল